¡Sorpréndeme!

যতই দিন যাবে ততই ভিড় বাড়বে | jagonews24.com

2021-06-15 1 Dailymotion

‘আন্টি, বেশি বাছাবাছি কইরেন না, ঈদের বাজার জমে উঠেছে। মাল এক নাম্বার, এক দাম ৪০০ টাকা।’ শনিবার রাত পৌনে ৮টায় চাঁদনী চক মার্কেটের কাছে ওভারব্রিজের নিচে ফুটপাতে এক ভ্যানিটি ব্যাগ বিক্রেতা এক তরুণীকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন।

একটু খেয়াল করতেই দেখা গেল দু’দিন আগেও যেখানে ক্রেতার অভাবে ইফতারের পর অলস সময় কাটাতে হতো সেই দোকানের এখন ভীষণ ব্যস্ত সময় কাটছে। দোকানের সামনে তখনও ৫/৭ জন তরুণী ভ্যানিটি ব্যাগ দেখার জন্য পা‌শে দাঁড়ি‌য়ে অপেক্ষা করছিলেন।

NEWS LINK - https://www.jagonews24.com/national/news/501068